কবিরা আগামীর কথা বলে
শ্রেনী সংগ্রামের ভাষায় ঢেউ তোলে
বৃষ্টি আনার মন্ত্র সাজায়
ভুখা পেটে আর চোখের জলে।
কবিরা স্বপ্নের কথা বলে
সামনের পথে সবার আগে চলে
মেরুদণ্ড বিকিয়ে চাটুকার হয়না
অন্যায়ে গর্জে ওঠে চোখে আগুন জ্বালে।
কবিরা সূর্যের মত সত্য বলে
আগুন জমায় ফসলে ফসলে
ঝলসে ওঠে দরকার পড়লে
অস্থি জ্বালিয়ে আঁধার দূরে ঠেলে।
কবিরা আজ রাজসভায় ঝলমলে
কাকাতুয়ার মতন শেখানো বুলি বলে
রঙিন চশমায় চোখটাকে ঢেকে
আকাশের বুকে সমাজের ছবি তোলে।