অতীত কি তুমি ভুলে যাবে
   ছিলে যখন হাসি আর কান্নায়।
যে তোমায় ভালবেসেছিল
   সে তোমায় এখনো খুঁজে বেড়ায়।
যে ভুল বুঝে কাঁদিয়েছিল
   সে এখন ভীষণ হতাশায়।

সত্যি যদি কিছু করে থাকো
    ফল তার তুমি পাবেই পাবে।
পুষে রেখোনা বুকের ভিতরে বাঘ
   প্রকৃতির মতন দেবে আর নেবে।
যেমন এসেছিলে এই ধরাধামে
   তেমন একদিন ফুরিয়ে যাবে।