খোকা আমার বড্ড ভালো
জগত করবে আলো।
খোকা শেষে বড় হোল
কি জানি কি হোল?
ওর জীবনে পাল্টে গেল!
পেল বুঝি পরশপাথর
ঘন ঘন মনের ভিতর;
মানুষের মুখ দেখে
বিড়বিড় করে বকে।
খোকার কি যে হোল?
আমরা ঘরে অবাক
পাড়ার সবাই বেবাক।
বলাবলি সব করছে
বোধহয় জিনে ধরেছে
এবার ওঝা ডাকতে হবে।
ওঝা এসে মন্ত্র পড়ে
মুঠো মুঠো সর্ষে ছোঁরে
জিন ভুত সব যা যা যা
খেঁকশিয়ালের মাথা খা।
খোকা হেসে রুখে দাঁড়ায়।
শোন শোন তোমরা সবাই
দূরদাঁড়িয়ে পালাও কোথায়?
আমি সেই তোমাদের ছেলে
বিষয়টা নয় গোলমেলে।
এক্কেবারে সহজ আর সরল।
আমি বড় হয়েছি এখন
তাই পরখ করছি জীবন
পাতায় পাতায় খুব লিখি
এই সমাজের ছবি আঁকি।
যা লিখি নাম তাঁর কবিতা।
*** আজকের কবিতা উৎসর্গ করা হোল কবি শাহিন আলম-এর সৌজন্যে