একরাশ ক্ষিদে নিয়ে জন্মেছিল সে
বাপটা শহীদ হোল সীমান্তের লড়াইয়ে।
একী চরম খিদে ছেলেটার
জন্মেই বাপটাকে কে খেয়ে নিলো।
দিন যায় রাত যায় ছেলে হামাগুড়ি দেয়
দুদিনের কালজ্বরে মা যায় না-ফেরার দেশে।
হায় হায় একী হোল বল দেখি
এত খিদে তোর পেটে মাকেও খেয়ে নিলি।

কোন মতে ছিল বেঁচে বুড়ি ঠাকুমা
দেখে শুনে তাঁরই আশ্রয়ে খিদে বড় হয়।
কেউ ভালোবাসেনা দেখলেই তাড়ায়
এখুনি এখান থেকে যা কি জানি কী কাকে খাবি?
ক্ষিদে একদিন হানা দেয় রক্তদান শিবিরে
রক্ত দিলে খাবার পাবে এই ভরসায়।
সার্বজনীন রক্তদাতা হিসাবে পরিচিত পেল
রক্তের চাহিদা মেটাতে সে নিজেই ফুরিয়ে গেল।