এখানে কবিতারা চুপি চুপি আসে
মিঠি মিঠি শব্দে ফুলে ফুলে বসে
ফুলেরা কানে কানে কি যেন বলে
শুনে শুনে শব্দেরা লাজে লাজে মরে।
লাজে মরে অভিমানে বুক করে দুরু দুরু
এই বুঝি হয়ে যাবে প্রলয়ের শুরু;
কি করে কি না প্রকাশ করে উচাটন মন
ফুলে ফুলে একে একে তাই করে বিচরন।

বিচরন যত প্রেমে প্রেমে জড়ায় পরাগ রেনু
কি আর করে অপরাধী শুধু সেই কানু;
অন্তরে বাহিরে অহরহ বাজায় যে বেনু
আপনমনে যথা তথা বিচরিছে তার ধেনু।
চলে চলে যায় দিন বসন্ত মাস ফুরায়
অমলতাস ঝরে নদীস্রোত গতি পথ হারায়
এতো যে হারায় সব শেষে কোথায় যে ফুরায়
ফিরে ফিরে আসে বুঝি এই খাতার পাতায়।