এ জীবন ছিল টলমল জলে ঠিক যেন ফুল শাপলা ।
দোয়েলের শীষ শুনে সবুজ ধানে ছিল বাতাস পাগলা।
কি যেন এলো শিকল খুলে দেবার ছলে নতুন শিকল পড়ালো।
ধর্ম ধোঁয়ায় পুড়লো অশ্রু কত ঝরলো রক্তে মাটি ভিজলো।
আমি শুধু শুধু দেখলাম মেকি হাসি শুধু হাসলাম।
আমারও কিছু করার নেই হাত-পা হীন খাজা রাজা হলাম।