কিছু কিছু কথা অমৃত ছড়ায়
আবার কিছু কথা গরল হয়ে যায়
কিছু কথায় অমাবস্যা ঘনায়
কিছু কথা পূর্ণিমা জোসনা ছড়ায় ।
কথায় কথায় সম্পর্ক কুয়াশা
দিনে দিনে দূরত্ব দুর্দশা।
আবার কিছু কথায় আনন্দ গান
হঠাৎ মরা গাঙে উঠে তুফান।
তাই কথা নয় কথার কথা
জীবন মরণ হাসি কান্নায় গাঁথা।