দিয়েছিলাম রক্তগোলাপ ফিরিয়ে দিয়েছ,
বলেছ কালগোলাপ দিলে দিও;
এক ঝটকায় পিছিয়ে এসেছি চারকদম।
মনে পড়ে গেল রেডিওতে শোনা গল্প।
বসরা থেকে বাবর আনিয়েছিল রকমারি গোলাপ।
সেই গল্পের কাহিনীর প্রেক্ষাপট ছিল গুপ্ত হত্যা।
সুন্দরী বাঁদির রক্তে নাকি লালগোলাপ
দিনে দিনে ধীরে ধীরে কালো হয়ে ওঠে।
তুমি কি প্রেমে মুক্তি চেয়েছ নাকি মৃত্যু!
বাঁকা হাসি হেসেছ আরো বলেছ
- সঠিক প্রেমিক আকাশের চাঁদ পেড়ে আনে,
আর তুমি, কালোগোলাপ দিতে পারবেনা।
বেশ তাই হবে সুরঞ্জনা...
আমার শরীরের আশা আকাঙ্খা ভালবাসা
রক্ত হাড় যখন মাটিতে মিলে মিশে যাবে।
সেই মাটিতে গোলাপের চারা বসিয়ে দিও;
আমি অশরীরী রাত্রিদিন পাহারা দেবো
পাপড়ি ছুঁয়ে মিশিয়ে দেবো প্রেমের লোহিতকনা;
দিনে দিনে ধীরে ধীরে সে পরিপূর্ণ প্রস্ফুটিত।
পূর্ণচন্দ্রিমায় নিবেদন করবো কাঙ্ক্ষিত সেই গোলাপ
আমি তখনো সেই হারিয়ে যাওয়া ঈরোস।