ভুল হয়ে যাচ্ছে কত কিছু
প্রয়োজনীয় জিনিস যেখানে রাখছি
নিশ্চিত সে সেখান থেকে সরে যাচ্ছে.
ভাবখানা এমন যেন লুকোচুরি খেলছে
খুঁজতে খুঁজতে হদ্দ হয়েছি!
আয়নায় দেখি
মাথায় সে দিব্যি রয়েছে..
নিজের মনে মনে একটু হেসে নিলাম..
তবে কি সময় ঘনিয়ে এলো!

ঘড়িটাও কোথায় লুকিয়ে পড়েছে
টেবিলে দিব্যি মৃতবৎ পড়ে থাকে
আমি খুঁজছি দেখেই তার দেমাক বেড়েছে..
সঙ্গের মানুষটা চিৎকার করে উঠলো
তোমার হাতেই রয়েছে আর তুমি
সারা বিশ্ব সংসার খুঁজে বেড়াচ্ছ..
তোমায় কি ভোলা রোগ ধরেছে;
নিজেকে লুকাতে মিথ্যে হাসি হাসলাম!
তাহলে কি সত্যি সত্যি দিন চলে এলো..

মহাকাল কি কড়া নাড়ছে..
যে যা করে করুক
আমি কিন্তু কোথাও যাবো না..
সাদা কাগজ কালিতে দিব্যি বেঁচে আছি।
সামনে দিনগুলি এভাবেই কাটিয়ে দেবো;