হাজার রাত্রি রাজপথে যারা জাগে, কাজ নিয়ে গেছে চোরে
হাহাকার আর হাঁসফাঁস করে জীবন যাচ্ছে ঝরে।
বৃষ্টি চাওয়ার মতই তারা দুই হাতে কাজ চায়।
বড় অসহায় ভাই।
পলাশের চারা সুজনে সৃজনে তাই চেয়েছে ঝড়
এবারেই ঠিক উঠবেই দেশে কালবৈশাখী ঝড়।
দেশটা কি শেষে দিনে দিনে ভিকিরির দেশ হবে?
প্রশ্নটা ঘুরে বেড়ায় ভিতরে বাহিরে নীরবে সরবে ।
উত্তর আছে উত্তর আছে একটাই
ঝড় চাই ভাই ঝড় চাই
পলাশের চারা সুজনে সৃজনে তাই চেয়েছে ঝড়
এবারেই ঠিক উঠবেই দেশে কালবৈশাখী ঝড়।
রাতের আঁধারে কারা যেন সব ঘরে ঘরে উঁকি মারে
দিনে দুপুরে লোক ঠকিয়ে চাঁদের পাহাড় গড়ে।
এদের চাইনা ভাই,
ঝড় চাই ভাই ঝড় চাই।
পলাশের চারা সুজনে সৃজনে তাই চেয়েছে ঝড়
এবারেই ঠিক উঠবেই দেশে কালবৈশাখী ঝড়।
দেখিয়ে দিয়েছে মিছিলের নদী পাহাড় থেকে সাগর
মড়া গাঙে তাই জেগেছে জোয়ার দুর্জয় দুর্বার।
এই বসন্তে পলাশ ফোটাও
ঝড়ের গানে যুদ্ধ সাজাও।
দারুন দহন যৌবন রাগে এদেশ সাজুক আবার
ধানের ক্ষেতে ঢেউ খেলে যাবে আনন্দ বাহার।।