বৃষ্টি এসে মাথা নত করে বলেছিল বুঝি
এমন এক আকুলতার গান গেয়ে ফেলো।
এ যেন সুর ঝঙ্কার লহমায় মুক্তি দিয়ে গেল
শ্রাবনধারার মতন সিক্ততায় পরম তৃপ্তি এলো।
বৃষ্টি বুঝি নতুন ভাবনায় নতুন হবে বলে
ভিজছি আমি ভিজছ তুমি ভিজছে পৃথিবী।
বিছায় বৃষ্টি পরম শান্তি তৃষায় পরান বাচায়
সৃষ্টি দুয়ার দেয় খুলে ফসলের বুকে ঋদ্ধি।
বৃষ্টিকে আজ বরণ করো মঙ্গল গানে গানে
এসেছ যখন থাকো কিছুকাল যেও সময় হলে।
মাঠ পাহাড় জল জঙ্গল সাগরে ভীষণ সখ্যতা
নদীতে ভাসালাম চিঠি বৃষ্টি এলে ফিরবে বলেছিলে।