কি করে নিজেকে আড়াল করে রাখব
তুমি শব্দে নিঃশব্দে বলে দিও...
তোমার প্রত্যেকটা মুহূর্ত যদি
এমনভাবে ক্লাসিক উত্তরণ ঘটে যায়।
স্বয়ং ব্রম্ভার চক্ষু উন্মিলন ঘটে...
এই মানবকুলের সেখানে চরম দুর্দশা
সেই কারণে ক্যামেরার কোন দোষ দেখিনা।
আমি সেইমত প্রতি ভঙ্গিমা যত্নে রাখি
একসময় উপচে পড়ে নক্ষত্রখচিত হৃদয়সম্ভার।
জোয়ার এনে দেয় শীর্ণ কায়া শুষ্ক নদী ঘিরে।
পাল তুলে ছুটে ছুটে দুলে দুলে যায় সপ্তডিঙ্গা...
হিল্লোলিত বাহু খুঁজে ফেরে মোহানার মন মানুষ।
তুমি তখন নদীর বুকে ছায়া রেখে রেখে
শঙ্খচিলের ডানায় ডানায় উড়ে বেড়াও।
এ যেন তোমারই সে ছায়াছবি কাজল কালো আঁখি।
সকাল সন্ধ্যে রবির কিরণে উজলমুখী রাঙাবরনি
ছায়ায় মায়ায় কায়ায় তুমি সালাঙ্কারা
পুরুষ রাত্রির অন্ধকার গভীরে ক্রমশ নিমজ্জিতা।
এক নিমেষে ওড়না উড়িয়ে দিয়ে হয়ে যাও
আশা আলো তামসী কুহেলিকার কাব্য নায়িকা।