জ্বলছে দেশটা জ্বলছে
দাউ দাউ করে পুড়ছে।
কেউ ছড়িয়ে দিচ্ছে ঘি
প্রকাশ্যে কেউ বলছে ছিঃ
কারো কি তাতে ভাঙছে ঘুম
সাপে আর ব্যাঙে দিচ্ছে চুম।
পিচ গলা পথে রাত্রি দিন
চায়ছে ফিরে আসুক সুদিন।
চোখে জুড়ে আজো স্বপ্ন দেখে
বাথার ভাঁজে উষ্ণতা মাখে।
কার কি তাতে যায় আসে
ওদের পৌষমাসের সর্বনাশে।
মিলি জুলি আজ বিপরীত মেরু
আত্মসুখের দেখন হাসি চওড়া সরু।
বুকের ভিতর নিত্য অধিকার বঞ্চনা
এইভাবেতো আর চলতে পারেনা।
প্রকৃতির মতো জ্বলে উঠতেই হবে
দাবানল হয়ে ছড়িয়ে পড়তে হবে।