সত্যের দেবী চোখ বেঁধেছে আজ তুমি কেন চুপ করে
জবাব চেয়েছে আপামর জনতা মৌন মিছিল চিৎকারে।
কাকে দিয়েছ ভাসিয়ে জলে রেখেছ কার মাথায় হাত
কেন করো প্রহসন কেন ছলনা কেন এই ঘাত প্রতিঘাত।
চাপান উতর চলছে শুধু কাজের কাজ কিছুই হয়না সত্য
অলিতে গলিতে সবাই জানে লুকিয়েছ সব প্রমাণ তথ্য।
মহাকাব্যের চিরহরণে সুত্র ছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধ
উলঙ্গ হবে রাজা জনতার প্রতিবাদে হতেই হবে শুদ্ধ।