যেখানে আলো থাকবার কথা, সেখানে আজ অন্ধকার
যেখানে ছিল সবুজের সমারোহ সেখানে লাশের পাহাড়
যেখানে স্বস্তি আর শান্তি ছিল ঠিক যেন ভোরের শিশির
সেখানে আজ কেন আতঙ্ক আর ভয়
জীবন্মৃত মানুষের অভিশাপের ভিড়।
পুড়ে যাচ্ছে নকশীকাঁথা সম্পর্ক বিদ্বেষ আগুন আঁচে
সন্ধ্যা আসন্ন আতঙ্কিত পাখীরা দিন গুনে গুনে বাঁচে
ডানাকাটা স্বাধীনতায় স্বপ্নেরা কি আকাশে উড়তে পারে
সেই ভালো সেই ভালো
দাও ফিরিয়ে দাও জ্যোৎস্না আমার ঘরে।
জল ছাড়া কি নদী হয়, নদীতে এখন স্মৃতিকথার জ্বর
তুমি কি তৃপ্ত হে মহামান্য দেখছ যখন ঢের লাশের পাহাড়
আগুন নিয়ে খেলছ দিনযামী সেই আগুনেই পুড়বে তুমি
কালাকালের দণ্ড নামবে আবার
স্বাধীন হবে আমার জন্মভূমি।