আর কত ঝলসে দেবে তোমার দহন তেজে
দেখছনা শুকিয়ে গেছে নদী
তার দৈন্যতায় তার জলজ প্রাণী
তাকে নিরন্তর করে অভিশাপ।
গনগনে তেজে একপায়ে পুড়ছে গাছেরা
ওরা কি করেছে ?
তাই ওদের এমন শাস্তি দিয়েছ।
বুঝেছি হোম ওয়ার্ক করে আসেনি।
বাতাসকে বুঝি তাই দিয়েছ উচিত শিক্ষা
আগুন হয়ে ঘুরছে ফিরছে পুড়িয়ে দিচ্ছে
চাতক চাতকির মতন সব বিরহীর হৃদয়।
দখিন দেশ থেকে সেও ফিরে এসেছে শুন্যহাতে।
ঝড় প্রলয় নাকি গিয়েছে বিদেশ ভ্রমনে
কাজল কালো হরিণী চোখ মায়াময় স্বর্ণমৃগ সম।
আর নয় অনেক হয়েছে এবার সিক্ত কর শরীর
মায়া মুকুর প্রখর তেজ সরিয়ে দিয়ে
টাপুর টুপুর বৃষ্টি এনে দাও
কয়েক ফোঁটা পড়ুক তোমার চোখের পাতায়
স্বস্তি আর শান্তির জলছবিটাকে আঁকতে দাও।