১৪৩১ মাথা উঁচু করে তোমায় বলি
আমাদের যেন এমন করে
জলহীন করে দিওনা।
ইতিমধ্যে ভারতবর্ষের একটা শহর
হয়ে গেছে প্রায় জলহীন।
জলের জন্য সেখানে শুরু হয়েছে হাহাকার
যাদের বিত্ত আছে ওরাই শুধু কিনছে
যারা পারছেনা... তারাও কিনছে
লোটা কম্বল বিক্রি করে।
না কিনে উপায় নেই।
জল যে জীবন ।
অথচ আমরা আমাদের শহর এখন বোঝেনি
নিত্য চলে জলের অপচয়...
একদিন সত্যি সত্যিই
যদি সেদিন দুয়ারে আসে।
পারবে কেউ তাকে ফিরিয়ে দিতে।
সে যখন আসবে নটরাজ রুদ্রবেগে
ধ্বংসের মূর্ত প্রতীক হয়ে
সময় থাকতে আজ এখনি বুঝে নিই।
পাচ্ছি বলেই দেদার খরচ করতে হবে!
জলের অপচয় আর নয়।
জল যে জীবন।