যোগ্য অযোগ্য আমাদের বুঝে লাভ নেই
উনি প্রকৃত যোগ্য মানবী,
সবটা বুঝে নিতে পারেন।
যেমন রাজহংস দুধ আর পানি বুঝে নেয়।
চুরি কারা করছে? কাহাদের চুরি হয়েছে?
আদার ব্যপারি জাহাজের খোঁজ নিচ্ছেন কেন?
ওটা উনি ভালোই জানেন
কে চোর আর কে মহাচোর মহাবিদ্যামণি।
ফুলের মালা নাকি হাতে হাতকড়া
কাকে কি দিতে হবে উনিই সর্বজ্ঞা বুঝে নেন।
আইন প্রনয়নের আমরা কি জানি!
উনি আমাদের চেয়ে ঢের ঢের বেশি জানেন
তাই কোন মশলায় কি রান্না হবে
তিনিই এই ধরাধামের একমাত্র আইন বিশারদ।
কাহাদের প্রাণ যায় আর কাহারা রসনায় তৃপ্ত।

এই জগতসংসার জুড়ে যাহা কিছু বিদ্যমান
স্বর্গ মর্ত পাতাল স্থলে জলে অন্তরীক্ষ মাঝারে
যাহা কিছু আদি হতে অনন্ত অনর্গল প্রতিয়মান;
তাহা তাহা সব সবকিছু সবজান্তার নখদর্পণে।
তিল থেকে তালা ভাব থেকে অভাবের সবটা
সর্বত্র তাহাঁর অবাধ গতিবিধি লক্ষণীয় বিষয়।
চন্দ্রের ষোলকলা ও তুচ্ছ হয়ে তাহাঁর সম্মুখে
পিছনপানে হাঁটায় দুনিয়ার কি ভালো তাও জানেন।
এমন সর্বগুণ সম্পন্না বিস্বসংসারে আর দুটি নাই।

আমরা বড্ড বেশি নাই নাই নাই করি
তাই উনি অন্নপূর্ণা সমাধান করেন ভিক্ষে দিয়ে;
আমরা গেল গেল গেল বলে করছি হল্লাবোল
নিমেষে উনি সব স...ব অঙ্ক মিলিয়ে দেন;
আমরা দেখছি স্বাস্থ্য শিক্ষা্য আঁধার নেমেছে
উনি প্রখর দৃষ্টিসম্পন্না বলছেন দেশ এগিয়ে চলেছে।
ছাব্বিশের মহড়া হস্তহীন নাথ দিয়ে শুরু হয়েছে।
ছাব্বিশ হাজার তাই কর্ম হারিয়েছে শুধুমাত্র।  
চক্ষুস্মানেরা তবু চক্ষুহীন হয়ে মগ্ন নাট্য গীতে
দুরন্ত ভুখে ভিক্ষা গ্রহন করবে জনতা জনার্দন।