যদি হতে চাও মনের সঙ্গী মাটিকে ভালবেসো
গুটি গুটি পায়ে সব বাধা বন্ধন ফেলে এসো ।
যদি হত চাও জীবন সঙ্গী কবিতাকে ভালবেসো
আখরে আখরে সাদা পাতায় নেমে এসো।
যদি হতে চাও পথের সাথী পথকে ভালবেসো
যেতে যেতে হাতে হাতে স্পর্শে যেও মিশে।
যদি হতে চাও উড়নচণ্ডী মেঘটাকে ভালবেসো
উড়ে উড়ে যাব অচিন দেশে মেঘ-ভেলাতে ভেসে।
যদি হতে চাও সাথের জলপরী নীলসমুদ্র ভালবেসো
পায়ে পায়ে বালুকাবেলায় পাশাপাশি যাবো হেঁটে।
যদি হতে চাও রজনীগন্ধা সুবাস রাত্রিকে ভালবেসো
দুলে দুলে দোলনদোলায় জ্যোৎস্নায় থেকো ফুটে।
যদি হতে চাও পাগলাঝোরা ভাবনাকে ভালবেসো
সরিয়ে সরিয়ে নুড়ি পাথর মোহানায় যাবো ফিরে।
যদি হতে চাও পাগলী আমার পাগলকে ভালবেসো
মানে অভিমানে প্রেমে অপ্রেমে একলা হবো ভিড়ে।