ঐযে সে চলে যায় আলোকোজ্জ্বল পথে ...
দৃঢ় প্রত্যয়ে বিশ্বাসী পদক্ষেপে উন্নত মস্তকে...
মুঠোর ভিতরে স্বপ্ন চোখেতে স্বচ্ছ-সকাল ...
সাক্ষী থাকুক অগণন জনগন সাক্ষী মহাকাল...
আগুন কবিতায় স্বরলিপি লেখা হয়
শিশির মাখা সবুজঘাস রোদ্দুর ছুঁয়ে নেয়
দুর্মর এক পাহাড় তাঁর সে অহংকার
আটপৌরে যাপিত জীবন যোদ্ধা দুর্নিবার।

শেষযুদ্ধের সৈনিক সে নিত্য জাগার মন্ত্রে
শত্রু হেরেছে বারবার স্বচ্ছ জীবন তন্ত্রে
বুকের গভীরে ছায়া ঘনায় শ্রাবণ সমীরে
সদা হাসিমুখ বলছে আসব আবার ফিরে।