এক একটা দিন ঝরে পড়া পাতার মতন
কেমন অবলীলাক্রমে কেটে যায়।
রক্ত ঝরে রক্ততঞ্চনে ব্যথা নিভে যায়
ঠিক যেন ইচ্ছা অনিচ্ছায় প্রদীপের জ্বলে থাকা।
আলোর নিচে অন্ধকার ঘাপটি মেরে বসে।
কখন নিভবে আলো সেই অপেক্ষায়
ঠিক যেন একটা হরিণ শিকারি চিতা;

প্রয়োজন হোক বা নায় হোক
দুর্বলের উপর সবল তেমনি তাক করে আছে।
যেন তেন প্রকারেন শিকার করতেই হবে
আলো বাতাস জল আগুন
সব সব কেড়ে নিতে হবে কৌশলে
তারপর...
ভাত ছড়িয়ে দিতে হবে পথে প্রান্তরে
কাকেদের জানিয়ে দিতে হবে
যিনি ভাত ছড়ালেন সেই তিনি কত উদার
লাখ টাকার পোশাকে
বিগলিত করুণা জাহ্নবী যমুনা।
শুধুমাত্র সেফটিপিনে ভীষণ রকম
জনদরদী হয়ে উঠবার কী আপ্রাণ চেষ্টা।

এক একটা দিন ঝরে পড়া পাতার মতন
কেমন অবলীলাক্রমে কেটে যায়।
ঝড় আসে ঝড় থেমে যায়
ভাঙা ঘরের চাল আঁকড়ে যারা বসে থাকে
তাহাঁদের ক্যনভাস ছবি লক্ষ দামে বিক্রি হয়।