একটা ঝড়ের জন্য অপেক্ষা করছি
যা কিছু শুকনো পাতা সব উড়িয়ে দেবো
একটা সুনামির জন্য অপেক্ষা করছি
যা কিছু জঞ্জাল সব সরিয়ে দেবো
একটা দাবানলের জন্য অপেক্ষা
যা কিছু অপ্রয়োজনীয় সব পুড়িয়ে ফেলব
তারপর বৃষ্টির জন্য অপেক্ষা করবো
দরকার হলে মেঘ হবো সারা আকাশ জুড়ে
মুষলধারে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব ঊষর ভূমি
মাটি যখন বলবে -আমি এখন উর্বর...
বীজ রোপণ করবো হাজার হাজার হাতে
তারপর অঘ্রানের রাতে উৎসবে যাবো মেতে।