এ যেন স্বপ্নের মত আর এক রাজ্যে
পাখীর পালক হয়ে ভেসে ভেসে বেড়ানো
তারার দেশে চলে যাব বলেছিলাম
এই সেই তারা ভরা নক্ষত্রের দেশ।
বাঁদিকের বুকের ভিতর চিনচিন ব্যথা
ডান হাঁটুর সিঁড়ি ভাঙা কষ্ট
চোখের রেটিনায় অস্বস্তির জেলি যন্ত্রণা
হৃদয় জুড়ে ছোটর জন্য কুরেকুরে খাওয়া হতাশা
সব স...ব ফেলে এসেছি
গুটিপোকা যেমন প্রজাপতি হয়ে উড়ে বেড়ায়।
আমাকে নিয়ে তোমার উদ্বেগ দিনরাত্রি শেষ
সংসারের খুঁটিনাটি থালাবাটির ঠোকাঠুকি
কারণে অকারনে দোষ ধরার খুনসুটি।
সময়ে অসময়ে মন খারাপ করা
পুরনো হয়ে যাওয়া বইয়ের সব গন্ধ উধাও।
একদিন ঝিনুকের বুকে রক্ত ঝরেছিল
সেই ক্ষতই এখন তোমার কাছে রেখে গেলাম।
তোমার মনিহারে লকেট হবে সেই মুক্তো
আর আমি আদিগন্ত মুক্তির ডানায় ভর করে
উড়ে গেলাম ভেসে গেলাম অসীম শূন্যতায়।