সুন্দরের সংজ্ঞা আমার জানা নেই
সে আমি বলি বা নাই বলি,
চোখ যদি আমার জ্বলে 'চোখ গেল' শুনে;
যাক... তবু সে শ্রুতিমধুর সুন্দর।
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'
বাবুই বাসা বানায় তার ভাবনা শিল্প সুষমায়,
কাক ও তার বাসা বোনে ছানাদের নিরপত্তায়।
কোকিল কি পারে? মিষ্টি সুরে শুধু গানে গায়
আহা কি মিষ্টি গলা ... শুনলেই মন ভরে যায়।
তবু কাকের বাসার ভরসায় থাকে চিরকাল
রেখে আসে তীব্র চতুরতায় ভালবাসার ফসল।
নিজেকে আর পাল্টাতে পারল কই?
পক্ষী কুলের বদনাম সহ্য করে তাই।
কিন্তু ওজন করে সুনাম বুঝে নেয় 'বসন্ত দূত'।
যার যা আছে যেমন আছে তাতেই সে সুন্দর
বুনো ফুলের বাহার দেখে
গোলাপ বকুলের কি যায় আসে?
প্রকৃতি জানে স্বর্গীয় সুন্দর, কখন হয় ভয়ঙ্কর অসুন্দর
মলয় বাতাস মুহূর্তের তীব্রতায় হয়ে ওঠে ঝড়
গ্রীষ্মের দাবদাহ কোমলতায় শীতের সোনালী রোদ্দুর
যে জল তৃষ্ণায় অমৃত সমান
সেই প্রবলতায় ধ্বংস প্রতীক প্রতীয়মান ।
শিখতে হবে জানতে হবে সঠিক ব্যবহার
কতটা লবনে ব্যঞ্জন সুন্দর কতটায় অসুন্দর।