ইচ্ছা অনিচ্ছায় সময় বয়ে যায়
নিজের কক্ষপথে ছুটছে সবাই।
চেনা অচেনায় পথেই দেখা হয়
বড় জোর সময় হাসি বিনিময়।
কারণে অকারনে অন্তর কথা কয়
কি বলে ছাই বুঝিনা অনেকটায় ।
সময় অসময় বলে কী কিছু হয়?
তোমার সুসময় আমার দুঃসময়।
জোয়ার ভাঁটায় নদী জীবন ধায়
লাভ না হোক লোকসান সাথে রয়।
বিচার অবিচার দাঁড়িয়ে কাঠগড়ায়
অন্ধআইন দেবী সবটা কি তাঁর দায়।
বৃষ্টি খরায় মাটির কি এসে যায়
কেউ ভেসে যায় কেউ পুড়ে যায়।
জ্ঞানে অজ্ঞানে কেউ বানী বন্দনায়
শোনা না শোনায় অবজ্ঞা অভিনয়।
পারা না পারায় চিমনি থমকে ঠায়
কাজের বাজার তাই বন্ধ্যা হয়ে যায়।
মেয়েটা ফেরেনি মা বাবা অপেক্ষায়
ফেরা না ফেরায় উৎসব থামে নাই।