হারিয়েও যে হারায় না সেইতো সে মানুষ
নিবিড় মেঘে গভীর ভাবে ঘুমায়,
মাটির সাথে পরিপাটী মিশে যায়
জারুলের রঙে সে দিব্যি হেসে ওঠে
হয়তো পদধ্বনি রাখে শুকনো পাতার মর্মরে
রবি ঠাকুরের গানের কলি ওঠে গুণগুনিয়ে
'' যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন ''
সে এসে গলা মিলিয়ে
গেয়ে উঠতেই পারে যখন তখন।

জানলা খুলে সে দেখতে চাইত
হাওয়ায় ঢেউ তোলা সবুজ ধানের মাঠ।
বঁইচির মালা তাঁর হাত থেকে
গলায় পড়ে নিতে ছিল ভীষণতর ইচ্ছা।
চুর্ণি নদীর ঘূর্ণিতে ঝপাং করে
ঝাপ দেওয়ার মতই সে ছিল এক কিশোর।
অনেক রাত জেগে মোমের বাতি জ্বেলে
বুকে রক্ত গোলাপ রেখে দেওয়া
সেই ছিল একমাত্র আরব্য রজনীর প্রেমিক।

সেকি এত সহজে কোথাও হারিয়ে যেতে পারে
সে আছে বিশ্বাসে নিঃশ্বাসে
লেখনীর পবিত্র আঁচড়ে।
জাগিয়ে রাখা মানুষেরা কখনো হারায়না।