জানি রাত থাকবে দিন হবে
সুখের সাথে দুঃখরা আসবে
থমকে থেমে গেলে চলে ?
আমাদের সবার ইচ্ছায় সুস্থ হয়ে ওঠো কবি।
দেখছনা সকালের সূর্য এসেছে খবর নিতে
''পরিতোষ আজ কেমন আছো''
একটু ভালো নিশ্চয়।
একটা কোকিল বসেছিল নিমের ডালে
লাল লাল চোখে যেন কিছু খুঁজে বেড়ায়।
বসন্তের বাতাসে দুলে উঠতেই
সে কুহু কুহু করে ডেকে উঠলো
ও বোধ হয় তোমার কুশল চায়।
''পরিতোষ আজ কেমন আছো''
একটু ভালো নিশ্চয়।
অনেকদিন পর বাগানে গেলাম
প্রকৃতিকে কিভাবে ধন্যবাদ জানাব জানিনা।
ভেবেছিলাম ওই গাছ একদিন তুলে ফেলব।
কারণ ও শুধু পাতায় ভরা ফুল আর হয়না।
নাকছাবির মতন সাদা ফুলে ভরে আছে।
ওর নাম মল্লিকা !
ওর চোখ জুড়ে জিজ্ঞাসা?
''পরিতোষ আজ কেমন আছো''
একটু ভালো নিশ্চয়।
শেষ রাতের তারা অভিজিৎ
ভোরবেলায় ছাদে এসে বলেছিল তোমার কথা।
তুমি নাকি ভালো নেই।
আমরা সবাই তোমার সুস্থতা কামনা করছি।
''পরিতোষ আজ কেমন আছো''
একটু ভালো নিশ্চয়।
জানিয়ে দিও যেও ইথার তরঙ্গে।