মহাকাশ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে
ভেঙে ভেঙে যাচ্ছে রক্তের যত মধুর সম্পর্ক
ভালবাসার তাগিদে যে সেতু থরে থরে গড়েছিল
আলগা হয়ে তা খসে খসে ধুলোয় মিশছে।
তুমি আমি সে এখন একলা একলা ঘুরে ফিরছি
চেনা চেনা মুখে হাসি নেই রোবট নৈর্ব্যক্তিক
মিলিয়ে যাচ্ছে বাস্পের মতো নিজবৃত্তে ঘুরে ঘুরে
সবই আছে আছে ভাব কিন্তু সত্যিই কিছু নেই।

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে পড়ছে
গ্রন্থিতে গ্রন্থিতে কি ভীষণ অসামাজিক অস্থিরতা
পালিশ চোখ মুখ জিভে ঝরে ঝরে পড়ছে লোভ
এটায় নাকি ধাপে ধাপে চলে সাম্রাজ্য বিস্তার।
জয়কার শুনি তাঁর নামে নামে হবে একান্নপিঠ
আহা কি নম নম পূজাবেদীর রক্তাক্ত নারী উপাচার
বুকের অন্ধকারায় কে যেন কেঁদে কেঁদে ফেরে
তিলে তিলে নষ্ট তিলোত্তমা, ঈশ্বরী হতে চায়নি।
সেই মানবী কোনদিনই ঈশ্বরী হতে চায়নি।।