এমন করে মরার চেয়ে লড়ে মরায় ভালো
যখন দেখতে দেখতে চোখের সামনে
        সব হয়ে যায় কালো।
তখন কি আর চুপচাপ করে ঘরে থাকা যায়
চিৎকার করে বলতেই হয় ইনসাফ চাই ভাই।


শিক্ষার ঘরে একে একে নিভছে যখন বাতি
মূর্খের দেশে অন্ধকার ব্রাত্য বিদ্যাবতী।
               তখন কি আর চুপচাপ করে...


ফুটলেই ফুল বসন্ত, ফুল ফুটতে দেয়নি ভোরে
স্বপ্নগুলো ঝলসে গেছে, কুঁড়িতেই গেছে মরে।
                 তখন কি আর চুপচাপ করে...


বাঁচার জন্য ধুঁকে ধুঁকে হয়ে গেছি পথ শ্রান্ত ;
পথ্যের ঘরে রুদ্ধ দ্বার, বেমালুম বিভ্রান্ত।
                  তখন কি আর চুপচাপ করে...


পায়ে পায়ে মিলেছি আবার, দিনে দিনে যারা জেরবার।
পাহাড় থেকে সাগর আজ, মিছিলে মিছিলে তোলপাড়।
                  তখন কি আর চুপচাপ করে...