ইলিশ ইলিশ ইলিশ
তোর নামেতেই করছি নালিশ।
তুই যে আমার প্রিয়, তুই সব সত্যি জানিস।
তোর বিরহে ভেজে কেন আমার মাথার বালিশ?

ইলিশ ইলিশ ইলিশ
ইলশেগুঁড়ি বৃষ্টিতে তুই আসিস;
পকেট যাদের গরম তাঁদের বাড়িই থাকিস
পথ চেয়ে যে আমিও থাকি, তুই কি সেটা জানিস?
      
ইলিশ ইলিশ ইলিশ
তোর নামেতে গল্প গুজব বাড়ে
তোর শরীরে জ্যোৎস্না ঝিলিক মারে।
মুই বেচারি তোর বিহনে কেন পরান হুহু করে?

ইলিশ ইলিশ ইলিশ
ভেবে ভেবেই হদ্দ হয়ে যাই
ভাতের পাতে সাজিয়ে দিয়েছে রাই
স্বপ্ন ভেঙে টুকরো হয়, দেখি রুই মারছে ঘায়!

ইলিশ ইলিশ ইলিশ
একটা কথা মনে রাখিস।
বুক পকেটের নিচে হৃদয় থাকে জানিস।
সেইখানেতে নামটা তোর থাকবেই লেখা জানিস।

ইলিশ ইলিশ ইলিশ
শেষবেলাতে অনুরোধটা রাখিস!
আমার স্বপ্ন ঘিরে হৃদয় জুড়ে থাকিস।
রসনার ঘরে তোর ছবিটা রাখতে আমায় দিস।




××× আজকের কবিতা কবি শেখ মোঃ খবির উদ্দিন মহাশয়ের নামে উৎসর্গ করা হোল।