ইচ্ছে আমার খুব আজকেই হব নামিদামি ডাক্তার
খুব ধূম ধাম করে ঝটপট করে লিখব প্রেস্ক্রিপসন।
সদা প্রস্তুত আশে পাশে এসোজন আর বসোজন
আহা আহা বলে অবিরাম ভজবে আমার গুণগান।
ইচ্ছে ভীষণ আজ হয়ে যাবো বিশাল চিত্রকর
ছুঁড়ে ছুঁড়ে রঙ আঁকিবুঁকিতে ছবি হবে মনোলোভা ।
কাড়াকুড়ী করে জনতা দেখবে বলবে কি সুন্দর
লাখো কোটিতে কিনে নেবে সব কি ভীষণ গরিমা।
ইচ্ছে হলেই কবিতা লিখে হয়ে যাবো সুরকার
গাইলেই গান সুরের ধারায় পড়শিরা যাবে জেগে।
কবিতা শুনে অনেকেই আকাশ পাতাল ভাববে
কেন যে আমি জন্মাইনি সে মহাকবির আগে ভাগে।
ইচ্ছে হলে আমি হয়ে যাই আইনের মহাদেবী
কার কি দোষ জিভের ডগাতে কার কত বিষ থাকে ।
এসব আমার নখদর্পণে মুখ দেখলেই বুঝি অনুমানে
পদানত হবে কে উন্নতি হবে কার ফাঁসিতে ঝুলবে কে?