দেশ দুনিয়া বিকিয়ে গেছে
অর্থের কাছে শক্তির কাছে
তোমার আমার কি আছে
ভয়ে কুঁকড়ে জীবন বাঁচে।
এক মুখে দেয় সত্যের বানী
অন্য মুখে ভাবে অশনি।
তাই অপরাধী করে আড়াল
মুখ খুললেই রাজা বেসামাল।

তাই ধর ধর ঐ চোর ঐ চোর
তাড়াতাড়ি জেলে ভর জেলে ভর।
চট জলদি লাশটাকে পোড়া
মড়া কথা বলে জানিস নাকি তোরা।
রাতটাকে দিন করতে চায় যারা
ক্ষমতার পায়ে কুড়ুল মারবে তারা
দেরী দেরী নয় চিতার লাশ সাজা
ডামাডোলে  খোল করতাল বাজা।