দিলদরিয়ায় শব্দের বৈঠা বাইয়া কে যায়?
কে যায় মন বলে তাঁরে হয়তোবা চিনি!
চিনি না মুখ তাঁর গভীর স্বচ্ছ সরোবর
সরোবরের সবুজ শেওলায় রুপালী ঝিলিক,
প্রতি ঝিলিকে ঝিলিকে রাশি রাশি মুক্তা
মুক্তারা একে একে নিঃশব্দে বলে যায়...
বলে যায় অভিমানের কথা জীবনের কথা
জীবন যেন বর্ণময় সাত সতেরোর উপকথা;
উপকথা না বলে বরং বলি চুপকথার রূপকথা
রূপকথা ছড়িয়ে রেখেছে অপূর্ব এক চালচিত্র
চালচিত্র কেন? ফেলে আসা সকালের কথা
সকালের বেলায় অনেক অনেক প্রশ্ন ছিল
প্রশ্ন প্রতিমার পিছনে চালচিত্রের ছবিকথা;
সে কথা আজ বিকেলে বুঝি জীবনের ভাষা
ভাষার মিছিলে আমিও যে চলেছি পিছে পিছে।
তুমি আমার সামনে তোমার আলোয় পথ চিনি
তোমার রাগে অনুরাগে যতটা বুঝি
তুমি নিঃশব্দের গভীর শব্দ সরোবর।



@হিয়া