এমনি থেকো শীত সকালের রোদ্দুরের মতো
দহন দিনে একপশলা আশীর্বাদী বৃষ্টির মতো
শরৎ ভোরে টুপ করে ঝরা পবিত্র শিউলির যেন
হিমের দিনে পদ্মপাতায় টালমাটাল জল
পলাশ মাসে আগুন ঝরা ফাগুন বাণে বাণে
উত্তাল স্বরে ডাক দিয়ে যাও
তোমার উপমা তুমি।

মায়ার বাঁধন কেটে তুমি হও যে উদাস বাউল
খাদের ধারে হাত বাড়ালেই তুমিই নিরাপত্তা
রাত গভীরে আলো সাথে তুমিই পথ দেখাও
মনের ভিতর দ্বিধা দ্বন্দে তোমার গানে স্বস্তি
ঝড়ের মুখে বুক উঁচিয়ে প্রাণে সাহস দাও
গুরু গম্ভীর গর্জনে ঘর-শত্রু তাড়াও
তোমার উপমা তুমি।

যেতে যেতে পথ ফুরালে তুমিই এসে হাতটি ধরো
অগাধ জলে শঙ্কা এলে নিঃশ্বাসে বিশ্বাস দাও পুরে
কিশোরবেলায় এক নিমেষে ফেরাও স্মৃতির ভেলায়
মেয়েবেলায় খেলনাবাটি পুতুল খেলার সংসারে
তোমার যে দিন কেমন যায় কেউ বঝেনা হায়!
অভাব এসে রোজ দুবেলা কটু কথা কয়!
তোমার উপমা তুমিই হে কবি।