হাতের মুঠো বন্ধ রেখে ছিলাম
অনেক দুঃখ যন্ত্রণা আলো আঁধারে
কিছুতেই আলগা হতে দিইনি...
কিন্তু একসময় মুঠো খুলতে বাধ্য;
মুষ্টিবদ্ধ হাত নাকি শক্তির প্রতীক ...
কেউ কেউ বলেছিল ভবিষ্যতে পস্তাতে হবে
কেউ কেউ বলেছিল কি করে তুমি পারো ?
আমি কিছু বলিনি শুধু হেসেছিলাম
আসলে সম্পর্কগুলো
কে বিনি সুতায় বাধতে চেয়েছিলাম ...

তারপর একদিন মুঠো অনায়াসে খুলে গেল !
দেখলাম সত্যিই মুঠোর ভিতরে কিছু নেই।
একরাশ অন্ধকারের মত শূন্যতা
আসলে সম্পর্ক বলে যেগুলি জড়িয়ে ধরেছিলাম
সেগুলো সম্পর্ক মোটেই ছিল না
ছিল এক মুঠো বালি
তাই কখন সব একে একে ঝরে গেছে
বুঝতেই পারিনি!