এভাবে কি চলে যেতে হয় সকল শূন্য করে
বাগানের ফুল সময় হলেই যায় ঝরে
দিনে দিনে নদীও তার নাম হারায়
অসময়ে ফুলেরা ঝরে কীটের দংশনে
বৃষ্টির অভাবে নদীস্রোত ঠিকানা হারায়।
এভাবে চলে গেলে নিঃশব্দে পাহাড় ভাঙে
শব্দের ভূমিতে বিনামেঘে হয় বজ্রপাত
ফুলের বাসরে সুনামি ঘাত প্রতিঘাত
হৃদয় জুড়ে সেকি তোলপাড় তোলপাড়
তুমি বুঝি আড়াল থেকে দেখছ সবটায়
সার্থক নাম হাসি'র মন খুশি ফোয়ারায়
-কেমন ফাঁকি দিয়ে পালিয়েছি এবার।
এভাবে চলে গিয়েছ সত্যিই বটে
তবু সবটা বোধহয় নিয়ে যেতে পারনি;
এখনো সেই আলোকমালার নির্মল হাসি
পাতাবাহারের ফুলদানীতে আশ্চর্য উপস্থিতি।
আসর জুড়ে শব্দের আখরে অদ্ভুত আলো নাচে।