ওদের জল কেড়ে নিয়েছি
তাই মাঝে মাঝে ওরা আসে।
বনের পশুর অধিকার কেড়েছি
ওরা জমি জরিপে আসে।
উত্তর পুরুষরে দেখিয়ে বলে
মানুষের দোষে সব গিয়েছে ভেসে।
তাই মাঝে মাঝে দেখে যাস
সময় করে সময় বিশেষে।
আজ লুপ্ত প্রায় পড়শি চড়ুই
বাবুই হয়েছে দেশ ছাড়া।
নোটন নোটন পায়রা উধাও
বাড়ির ছাদে টাওয়ার খাড়া।
কোথায় পাবে শিউলি বকুল
নকল পাবে জগত জোড়া।
একদিন হয়তো দেখতে পাবে
আকাশে নেই চন্দ্র সূর্য তারা।
কংক্রিটের জঙ্গলে সবই আছে
দুঃখ বেচে সুখটা কিনতে পাবে।
প্রাণের মানুষ ঘরের কোণে কাঁদে
তাঁর কান্না শুনবে তবে কবে?
ইলিশ যেমন হন্নে হয়ে খোঁজে
কোথায় যে তাঁর জন্মভিটে।
একদিন হাহুতাশে চোখের জলে
ঋণ মেটাবে যান্ত্রিকতার হাঁড়িকাঠে ।