তবু সে ডাকে
কুহু কুহু কল্লোলে
গাছের ফাঁকে।

ভালো লাগেনা
গীতবিতান খোলা
মন বসেনা।

রুদ্র পলাশ
গ্রাম থেকে শহরে
দূষণে ফাঁস।

গোত্রহীন সে
বসন্তে গেয়েছিল
ফাগুন মাসে।

যদি সে আসে
দুয়ার খুলে রাখি
শ্বাসে প্রশ্বাসে।