আজ বুঝি তোর এখনো হয়নি মালা গাঁথা?
ফুলগুলো সব নিয়ে গেছে জানিনা কে কোথা।
ভোরনা হতেই যাসনি কেন ফুলের বাগানে?
ঘুম ভাঙেনি আজ, ছিলাম রবির স্বপ্ন সনে।

আজ কেমন করে দিবি মালা গুরুর চরনপাতে?
কোন দীপেতে জ্বালবি আলো আঁধার সরাতে?
অক্ষরেতে গাঁথবো মালা চোখের তারায় আলো
ব্যথা পোড়াবো ধূপের মতন রবির পূজায় ভালো।