সৃষ্টির আর এক রূপ সে মোহময়ী নারী
যুগে যুগে সে বঞ্চিতা সীতা
নির্বাক চলচিত্তের মতন সে সর্বংসহা
ভরা সভায় লাঞ্ছিতা দ্রৌপদী
তাঁরি কোলে সৃষ্টি ধীরে ধীরে বেড়ে ওঠে
পীযুষ ধারায় হয়ে ওঠে পরিপুষ্ট ।
তবু সেই নারী দিনে দিনে হচ্ছে লাঞ্ছিতা
মা জননী নাকি জানতেন না।
প্রদীপের নিচে অন্ধকার বাড়তে দিয়েছেন।
ক্ষমতায় যে বড় মায়া
সত্য বললে বাঘ কামড়ে দেবে।
রঘুপতি ও দিব্যি মেনে নেয় সীতা অপমানিতা।
সে নারী জাগছে
হাতা ঝাঁটা খুন্তি হাতুড়িতে বাঘ তাড়াচ্ছে
জাগো নারী জাগো চমকে দাও পৃথিবী
অসুর মারো ত্রিশুলের খোঁচায়
গর্জে ওঠো ঝলসে ওঠো দুর্গার মতন
নিজের সম্মান নিজেই ফিরিয়ে নাও।।