দুচোখে ঘুম কেমন উড়ে আসে
একঝাক বুনো হাঁসের ডানায় ডানায়
গায়ে ওদের মানস সরোবরের পদ্মকুঁড়ির সুবাস।
হাতের কলম তখনি মাটিতে পরে কাৎরায়
আর অকারণ রক্তপাতে শাপ দেয়।
চোখের পাতা জোর করে খুলে রাখবার চেষ্টা;
আরব্য রজনীর গল্প শোনাও যেন ছাড়তে পারিনা।
জেগে থাকবার চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ...
আকাশ কালো করে মেঘ যেমন ঘনিয়ে আসে
সাড়া শরীর জুড়ে ঘুম তখন রাজত্ব করে।
হাজার বছরের ঘুম নিষ্ঠুরতায় বদলা নেয়
বকলমে বুলবুলিতে ধান সাবাড় করতে থাকে।
সরকার মহাশয়ের কুম্ভকর্ণ ঘুম কিছুতেই ভাঙেনা
চোরে চুরি করে নিশ্চিন্তে দারোগা জেগে ঘুমায়
একরাশ ভুখে কারা যেন প্যাঁচার মতন
ঘুমের দেশে দিব্যি রাত্রি জেগে থাকে ।