দিন চলে যায় দীনের মতন
রাত আসে রাত আঁধারে ফুরায়।
তারার মতন দুচোখ জেগে থাকে
অষ্ট প্রহর তোমায় খুঁজে বেড়ায়।
খুঁজতে খুঁজতে একদিন আমিও হারিয়ে যাবো
হয়তো সেদিন তুমি আমায় খুঁজে ফিরবে।

পথিক হয়ে খুঁজেছি তোমায় মাঠ ঘাট প্রান্তরে
নাবিক হয়ে ছুটে গেছি নীল সাগর ছুঁয়ে বন্দরে।
পাইনি তোমায় পাইনি তুমি যে ঠিকানা বিহীন
তাই একলা উড়ে চলি চিলের ডানায় অন্তহীন।
খুঁজতে খুঁজতে একদিন আমিও হারিয়ে যাবো
হয়তো সেদিন তুমি আমায় খুঁজে ফিরবে।

বুকের ভিতর সংগোপনে ঝড় ওঠে ঝড় ওঠে
অতীত কথা ঝরাপাতা ভেসে ওঠে স্মৃতি পটে।
ক্লান্ত হয়েছে ঝরে ঝরে শ্রাবণের যত বৃষ্টি ছিল
ঋতুরাজ বসন্ত হয়ে তোমারো আসার কথা ছিল।
খুঁজতে খুঁজতে একদিন আমিও হারিয়ে যাবো
হয়তো সেদিন তুমি আমায় খুঁজে ফিরবে।