এ যেন এক জীবন ধারা শুধুই বয়ে যাওয়া
কাব্যগীতির ঘাটে ঘাটে সুদূর পানে চাওয়া।
যেমন করে তোমায় নিজের করে পাওয়া
উদাস বাউল গানে তোমারি গান গাওয়া।
বাজিয়ে বাঁশি মধুর সুরে ওই যে কে যায়
আধেক তোমায় চিনি আধেক চিনতে পারি নাই।।
বুকের ভিতর শুখা নদী প্রাণ পাখী উড়ি যায়
জল থৈ থৈ বৃষ্টিধারা ভাঙন শুরু প্রথম দেখায়।
আমার আগল খুলে দিয়ে ভাসাও মুক্তি ভেলায়
কতদিন যে বসে আছি তোমায় পাবার আশায়।