কি জানি কি রাগে অনুরাগে
তোমারই গানে দিগন্ত জাগে;
এসেছি আজ তোমার কাছে
তোমারি হৃদয় পরশ পেতে।
বুকের ভিতর ঘন ঘন বাজে
কাজল মেঘে আকাশ সাজে
এসেছি আজ তোমার কাছে
তোমারি গান গেয়ে নিতে।
সরিয়ে আঁধার জ্বেলেছ আলো
উদার আকাশে প্রকাশ পেলো
এসেছি আজ তোমার কাছে
তোমারি আশিসে ধন্য হতে।
আজো মিশে আছো ছাতিম ছায়ায়
মাধবী ফুটেছে তোমারি মায়ায়;
এসেছি গীতাঞ্জলী শান্তি-নিকেতনে
তোমারি ভুবনে শান্তি খুঁজে নিতে।