ভুবনের মাঝে যত আনন্দ গান মাঝে।
ঝরা ফুলের কান্না তেমন বাজে সকাল সাজে।
ওই যে রাজার রথ চলেছে
রাজপথ টাকে মাড়িয়ে।
ধজাধারীর ঘাম ছুটে যায়
প্রাণশক্তিটা যায় ফুরিয়ে।
রাজার কথা সবাই জানে
তার কথা কেউ জানে না।
বাগানের ফুল সবাই দেখে
মালিকে কেউ চেনে না।
ঝিনুকে মুক্ত সবাই চায়
তার যন্ত্রণা কেউ নেবে না।
আলো দিতে প্রদীপের বুক পোড়ে
কেউ তার খবর রাখে না।।