নিবিড় ব্যস্ততা রেখে এসেছি
ধোঁয়াশা ঘন শহর বলেছিল ছুটি নিলে
হ্যাঁ তিন দিনের জন্য ছুটি দাও
উন্মুক্ত প্রান্তর দুহাত পেতে দিয়েছে
প্রকৃতির ছোঁয়ায় নিশ্চিত উদারতা
নিশ্চিদ্র অন্ধকার ঘুচিয়ে আলো পেয়েছি।
যেন মায়ের কোলে শিশু ফিরে এসেছে।

অন্তরের খোয়াইতে স্বচ্ছ জলের স্রোত
বাউলের গলায় রঙ্গিলা দালানের মাটি
গুচ্ছ কুরছি ফুল ডালি তার সাজিয়েছে
ধামসা মাদলে প্রস্তুতি উৎসবের সূচনা।
লাল শাড়িতে ওরা বোধহয় ছন্দের অপেক্ষায়
সোনাঝুরিরহাটে পরম আদরে পশরা সাজায়।
চোখেতে চোখ রাখে ভুবন ডাঙ্গার মাঠে।