শুরুটা ভালোই হয়েছিল
তবু ওই নাক কেটে যাত্রা ভঙ্গ হল।
মেনে নিলাম। মেনে নিতে হয়
তবেই জলাঞ্জলি হয় যায়
গীতাঞ্জলি।
তোমার কাছে যাবো বলেই এত আয়োজন
সাঁতরে আঁধার আলোর অন্বেষণ।
রাঙ্গামাটির দেশে যাব
সেখানে গেলে দেখতে পাব তোমায়
আলো হয়ে ছড়িয়ে আছো
আকাশ মাটি প্রান্তর জুড়ে।
জল তিরতির কোপায় নদীর ধারে
সোনাঝুরির স্বর্ণ রেনু হয়ে।
চেনা অচেনা পাখির থেকে সুর নিয়ে
কি গান তুমি বাজাও আমার জন্য।