তোমার ফরমান পেয়েছি
তোমার আলোর কণায় ধীরে পৃথ্বী জাগছে
আলোর উৎসে অসংখ্য প্রজাপতি প্রাণ নাচছে।
সরোবরের রুপালী মাছ তোমায় কুর্নিশ জানায়।
কিশলয় সবুজে শিশু শবনমের প্রার্থনা শুনেছ,
তাই তাকে ডেকে নিলে একান্ত আপন করে,
সেই আলোকজ্জল পবিত্র মণিকর্ণিকা।

কিন্ত পত্রহীন গাছটার করুণ আর্তনাদ শোনোনি!
দারুন হিমের রাতে শুষ্ক ডাল ছড়িয়েছে আকাশে,
এই শহরে কংক্রিটের জঙ্গলে সে তোমারি প্রতীক্ষায়।
একটু সবুজ দাও, নথের মতন সে ফুল ফোটাবে,
বাক্সবন্দী করে রাখবে আগামীর বীজ-মন্তর।
সতেজ প্রাণবায়ু ছড়িয়ে দিতে ইচ্ছা পুষেছে অন্তরে।
কারা জানি ফরমান জারি করেছে ওর মৃত্যুর!

নিরেট অন্ধকারে যুদ্ধ বিরোধী ছেলেটা ঘর ছেড়েছে।
পায়ে পায়ে ঘাম ঝরিয়ে সকাল আনবার জন্যে।
ঘন কুয়াশা ওর পথ রোধ করতে পারেনি।
রক্তের নদীতে হয়তো তোমারি উছল আলোর কণা
কালো সাদা জেব্রা পিচ রাস্তা হয়েছে গেছে উদার।
তুমিই পারো হে অধীশ্বর দিনকর
এই দুনিয়া জুড়ে এখনি ফরমান জারি করতে।

স্বার্থপরতায় নয় উদারতায় বাঁচো বাঁচাও।।
যুদ্ধ নয় শান্তি বার্তা দিকে দিকে ছড়াও।।