আমার প্রিয় ফণীমনসার গাছ।
ছোট্ট একটা ডাল দিয়েছিল আপনজন।
মাটির টবে অতি যত্নে রেখেছি তারে।
হারিয়ে সে যায়নি ফুরিয়েও যায়নি
জল আর বাতাসে আঁধার আলোতে
দিব্যি রয়েছে এক চিলতে বারান্দায়।
বাড়তে বাড়তে শাখা প্রশাখায় সে হাসে
এখন ও প্রায় সিলিং ছুঁতে চায়।
সুন্দর লাল লাল ছোট ছোট পাতা
ওগুলোই পরে আবার হয়ে যায় কাঁটা।

সুন্দর বেশ সুন্দর অনেকে বলে
বাহ ডাল ভেঙে একটু আমায় দিও।
দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারিনি
ডাল তার ভাঙতে হয়
ক্ষত থেকে ঝরে জীবনের ধারা
মনে এ তার ঝরে যাওয়া কান্না।
কিছুতেই দিতে মন চায়না।
যদি ও জানি দিলেই আর প্রেম বাড়ে।
যতই দেবো ততই তার নাম ছড়াবে ।
আমি যে তাকে ভীষণ ভালোবাসি
ভালোবাসি বলেই কী তাকে
দিয়ে দেওয়া যায়।

কি জানি হয়তো দিতে হয়।
মন বলে ও থাকুক চোখের পাতায়
আমার ফণীমনসা আমারই থাকুক
ছোট্ট মাটির টবে।