আমার এই ভাঙা প্রাসাদের জানলায়
যেতে যেতে তুমি চোখ রেখো
তোমার জন্য অধীর হয়ে
কেউ দাঁড়িয়ে আছে
সাত সকালের রোদ্দুর মুখে নিয়ে
মরচে পরা গ্রিল দুহাতে ধরে।
তোমায় ফিরিয়ে দিতে চাই
চঞ্চল সকালের উষ্ণতা।
ফেরার সময় হয়েছে আছি পথের দিকে চেয়ে
জানি একবার হয়তো চোখ ফেরাবে অলিন্দে
ভেজা বৃষ্টির গন্ধ নিয়ে বাতাস এসেছে
পূর্ণিমা চাঁদ মেঘ সরিয়ে জানলা ছুঁয়েছে
একবার কি আসবে দুহাত বাড়িয়ে
পায়ে চাকার বেড়ি সবটাই তুমি জানো
তোমায় ফিরিয়ে দিতে চাই
একরাশ চাঁদের স্নিগ্ধতা।